Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষৎ পরিকল্পনা


SDG-4 বাস্তবায়ন ও ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের  স্মার্ট নাগরিক বিনির্মানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, গাবতলী, বগুড়া এর ভবিষৎ পরিকল্পনা নিম্নরূপ:


১।         জাতীয় শিক্ষাক্রম রূপকল্প -২০২১  (নতুন কারিকুলাম) এর যথাযথ রূপে বাস্তবায়ন নিশ্চিতকরণ।


২।         নতুন কারিকুলাম বাস্তবায়নে শ্রেনী শিক্ষক, মেনটর হিসেবে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিতকরণ।


৩।         যোগ্যতাভিত্তিক (জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ) শিক্ষা নিশ্চিত করে ২০৪১ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরী করা।


৪।         শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে আগামীর প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা।


৫।         যোগ্যতাভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে আত্নকর্মসংস্থান সৃষ্টি করা।


৬।         বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব স্থাপন করা।


৭।         দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে English Language Club ক্লাব স্থাপন করা।


৮।         শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিবেটিং ক্লাব স্থাপন।


৯।         সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, ইভটিং এবং আত্নহত্যা মতন অপরাধ হতে শিক্ষার্থীদের ধরে রাখার জন্য নিয়মিত অভিভাবক সমাবেশ করা।


১০।       নিয়মিত খেলাধূলা, বিতর্ক, বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার আয়োজন নিশ্চিতকরণ।