Wellcome to National Portal
Main Comtent Skiped

Mission and Vision

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর মিশন ও ভিশনঃ

ভিশন : গুনগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট নাগরিক তৈরীর মাধ্যমে ২০৪১ সালের স্মার্ট  বাংলাদেশ গঠন করা।

মিশন : সরকারের SDG-4 বাস্তবায়নে  Quality Education নিশ্চিত করার জন্য ৬ টি বিষয়কে গুরুত্ব দিয়ে শ্রেনীশিক্ষক, প্রধান শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, শিক্ষা প্রশাসনসহ রাষ্টের সকলস্তরের প্রশাসন ও সকল পেশাজীবি মানুষকে একসাথে নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, গাবতলী, বগুড়া কাজ করে যাচ্ছে। SDG-4 Goal এর বিষয়গুলো নিম্নরূপঃ

      1.   Creativity 

      2.   Criticality 

      3.   Morality 

      4.   Social Commitment 

      5.   Employment and 

      6.   Health

এসডিজি-৪ অর্জন করার জন্য এই ৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার মাধ্যমে আগামীর শিক্ষার্থীরা হবে জ্ঞান, দক্ষতা সম্পন্ন, মানবিক মূল্যবোধ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, যোগ্যতা ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত। যারা আমাদের এই সোনার বাংলাকে প্রকৃতরূপে স্মার্ট বাংলাদেশ  রূপায়িত সহায়তা করবে।